
রাজধানীর তেজগাঁও এলাকায় একটি প্রাইভেট কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি রাতে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার।
তিনি জানিয়েছেন, তেজগাঁও কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ৯ টা ৩৮ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা রাত ৯ টা ৫৮ মিনিটে আগুন নির্বাপন করতে সক্ষম হন। আগুন নেভানোর সময় পুলিশ প্রোডাকশন নিয়ে তারা কাজ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ডিআই/এসকে