
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৪ আসনের জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার মো.তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাসদের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদ নাহিদুল হক সহ উপজেলা ও পৌর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় মতবিনিয় সভায় বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, মশালের প্রচারনা কচ্ছপ গতিতে এগিয়ে চলছে। সাংবিধানিক সংকট উত্তরনে তিনি সবাইকে ০৭ জানুয়ারী মশাল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই প্রার্থী।