
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন সরদার (৩৬) নামে মাদক বিকেতাকে
আটক করেছে দুমকী থানা পুলিশ।সুত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় অফিসার এসআই(নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার র্ফোস সহ দুমকি থানাধীন ঝাটরা এলাকার খান বাডি়র রোডের মকবুল হোসেন এর বাডি়র দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হইতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন সরদার (৩৬) পিতা-মোঃ হাবিব সরদার, সাং-ঝাটরা, ইউনিয়ন: আংগারিয়া, উপজেলা- দুমকি, জেলা-
পটুয়াখালী, কে আটক করেন। দুমকি থানার অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আসামীর বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-০৮, তারিখ ১৮/১২/২৩ তিনি আরো জানান, আসামী মামুন সরদার এর বিরুদ্ধে দুমকি থানায় আরও ১টি মাদক মামলা রয়েছে।