
জানা গেছে, বরিশাল নগরীর একটি হোটেলে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় সেরা করদাতা সম্মাননা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ভাইস চ্যান্সেলর,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এসময় বরিশালের আঞ্চলিক কর কমিশনার মোঃসারোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান রিন্টু,চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা পরিষদ।এসময় অন্যান্যদের মধ্যে সেরা করদাতার সম্মাননা দেয়া হয় পটুয়াখালী জেলার কলাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কলাপাড়া পৌর সভার সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার কে।উক্ত সময় এ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি কলাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কলাপাড়া পৌর সভার সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার এর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। এ অনুষ্ঠানে এসময় বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।