
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি’র নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বুধবার দুপুর ১টা ২৩ মিনিটের সময় পটুয়াখালী শহরের কলাতলা মোড়ে লাঙ্গল প্রতীকের পদ প্রার্থী আগমনের পূর্বে উক্ত পার্টির শত শত নেতা কর্মীরা লাঙলের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে উক্ত এলাকা।
এক সমিক্ষিয়ায় জানা গেছে, নির্বাচনে সকল পদের পদ- প্রার্থীদের পক্ষে প্রতীক বরাদ্দ এর পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা বন্ধের নির্ধারিত সময়ের আগ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে মাইকিং, পথসভা ও উঠান বৈঠক রাত ৮টা পর্যন্ত করতে পারবেন। এছাড়াও জানা গেছে, কোন প্রকার মিছিল করা যাবে না। এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী-১( পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের জাতীয় পার্টি’র পদ প্রার্থী সাবেক মন্ত্রী ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার কোন প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি।