
রাজধানীর ডেমরা এলাকায় পথ হারিয়ে ফেলা তিন শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে গতকাল রাত ৮টার দিকে ডেমরা ব্রিজ এলাকায় হাটতে থাকা তিন শিশুকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার রাতে শিশুদের খোঁজে থানায় আসলে পরিবারের হাতে তাদের বুঝিয়ে দেওয়া হয়।
শিশুরা হলো- মিম (৬) পিতা- সাদ্দাম হোসেন, জামিলা (৫) পিতা চুন্নু মিয়া ও সুরাইয়া আক্তার (৭) জাহিদুল ইসলাম। তাদের সবার বাসা সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায়।
এর আগে তিন শিশু উদ্ধারের পর পরিবারের সন্ধান চায় পুলিশ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে সকালের খবর ২৪ ডটক।
বুধবার সকালে উদ্ধার হওয়া তিন শিশুকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
ওসি জহিরুল বলেন, ডেমরা ব্রিজ এলাকায় তিন শিশুকে হাঁটতে দেখে উদ্ধার করা হয়। নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে নি। পরবর্তীতে আমরা ডিএমপিসহ সকল থানায় বিষয়টি জানিয়ে একটা বার্তা দেই। রাতে শিশুদের থানায় রাখা হয়।
ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, রাতে তিন শিশুর বাবা-মা আসলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তাদের বাবা মা জানিয়ে, শিশুদের বাসা সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকা। তিনজনেই স্থানীয় এক নারীর কাছে আরবি শেখার জন্য পড়তে সেতেন। সেখান থেকে খেলাধুলা করার কথা বলে বের হয়। কিন্তু পথহারিয়ে তারা ডেমরা ব্রিজ এলাকায় চলে আসে।
যথাযথ প্রক্রিয়ায় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ডিআই/এসকে