
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজন পুড়ে মৃত্যুর ঘটনায় একটি হত্যার মামলা হয়েছে। মামলাটি কমলাপুর রেলওয়ে থানায় দায়ের করা হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
তিনি বলেন , ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নাশকতা এবং হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা হিসেবে বলা হয়েছে।
নেত্রকোনা থেকে সোমবার রাত ১১টার দিকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনে মঙ্গলবার ভোরে ঢাকার বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পর দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন ভয়াবহ রুপে ছড়িয়ে পড়ে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এতে চার যাত্রীর মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী এবং রেল কর্তৃপক্ষ বলছে এটি নাশকতার ঘটনা।
এই ঘটনায় রেলওয়ে পুলিশ, র্যাব, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, পিবিআই ও সিটিটিসিসহ বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে মাঠে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন রেল পুলিশের এ কর্মকর্তা।
ডিআই/এসকে