প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রাম পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে ডুবে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল কিসমত গোবধা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হচ্ছে, ওই গ্রামের ফারুক হোসেনের কন্যা ফারজানা আক্তার (২) ও রাশেদুল ইসলামের কন্যা লুফা মনি (৩)।
স্থানীয় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের খাবার পর প্রতিবেশী শিশু দুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে খেলছিল। খেলার ফাঁকে সবার অজান্তে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায়। সন্ধ্যা ঘনিয়া আশায় বাচ্চাদের উঠানে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে গিয়ে প্রথমে এক শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। পরবর্তীতে স্বজনরা পানিতে নেমে দুটি শিশুর মৃতদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে দুই শিশুতর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.