
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ১১৩পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ ছাইফুর রহমান (আম)। তিনি এবার নির্বাচনে এই প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে একই আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা( নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম( লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরে আলম( একতারা) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল অবঃ আবুল হোসেন (ঈগল)এদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন।ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি মনোনীত ও গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত পটুয়াখালী-৩ ( গলাচিপা ও দশমিনা)আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন,ইসলামিক স্কলার,মিডিয়া ব্যক্তিত্বআলহাজ্ব মাওলানা মোঃ ছাইফুর রহমান প্রতীক বরাদ্দ’র পরে গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দশ্যে তাঁর বক্তব্য বলেছেন, এ বছরের নির্বাচন টা হচ্ছে একটি চ্যালেন্জিং নির্বাচন। বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন বাধা উপেক্ষা করে এ বছরের নির্বাচন। এ বছরের নির্বাচন টা একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন।এ নির্বাচনে বাধা বিপত্তি আসাটাই স্বাভাবিক। আমরা( সে)সেই বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা( সে) সামনে আসছি।নির্বাচনে অংশ গ্রহন করেছি।জনগনের ভালোবাসায়,জনগণের উদিপনায় উৎসাহে নির্বাচনে এসেছি।জনগণ আমাকে(তাকে) চাচ্ছে, এজন্যই আমি (তিনি)পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনে এমপি পদ প্রার্থী হয়েছি।একটা বিষয় হল বাংলাদেশে আমিই( তিনি) এখন পর্যন্ত সব চেয়ে একমাত্র সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য পদ প্রার্থী। ইনশাআল্লাহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি ( তিনি)শতভাগ জয়লাভ করব।জনগণ আমার (তাঁর) পাশে আছে,জনগণ কে নিয়ে আমি ( তিনি) রাজনীতি করছি,জনগণ আমাকে (তাকে) আশসাস্ত করছে। প্রসঙ্গত: উক্ত আসনের এনপিপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ ছাইফুর রহমান ছাইদী বি,এ অনার্স,এম,এ হাদীস,তাফসির,ফিকহ এর গ্রামের বাড়ী হল
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছাইদুর রহমান (রহ)।