
রাজধানীর ডেমরা থানা এলাকার পথ হারিয়ে ফেলা তিন শিশুকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশে। কিন্তু তিন শিশুর কেউই তাদের ঠিকানা বলতে পারছে না।
উদ্ধার হওয়া শিশুরা হলো- মিম, জামিলা ও সুরাইয়া। তাদের সবার বয়স ৫-৬ বছর।
মঙ্গলবার রাত ৮ টার দিকে টহল পুলিশ এই শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
তিনি বলেন, ডেমরা ব্রিজ এলাকায় এক সঙ্গে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা নিজদের নাম বলতে পারে৷ আর কিছুই বলতে পারছে না। আমরা বিষয়টি সারা বাংলাদেশের থানায় জানিয়েছি কারণ কেউ না কেউ শিশু হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে আসবে।
ওসি জহিরুল বলেন, শিশুদের উদ্ধার করে থানায় আনার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। যা বুঝতে পারছি তারা কোনো একটি মাদ্রাসায় পড়ে। সেখান থেকে বের হয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন তাদের চকলেট দিয়েছি। রাতে বিরিয়ানি খাওয়ার কথা বলেছে শিশুরা। আমরা ব্যবস্থা করছি তাদের খুশি রাখার চেষ্টা করছি। আর পরিবারের অপেক্ষায় আছি।
এ দিকে শিশুদের পরিবার বা তাদের ঠিকানা জানলে ডেমরা থানায় যোগাযোগের অনুরোধ জানিয়ে পুলিশ। যোগাযোগ করাতে ফোন নাম্বার ০১৩২০০৪০৫৩৭ দিয়েছেন এ কর্মকর্তা।
ডিআই/এসকে