প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ
ফরিদপুর-৩ আসনে শামীম হকের প্রার্থীতা বৈধ ঘোষনা”বাঁধভাঙ্গা উল্লাসে সর্বস্তরের জনগণ

ফরিদপুর—৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষনা করায় থমকে যাওয়া ফরিদপুর বাসীর বাঁধভাঙ্গা উল্লাস। একের পর এক আনন্দ মিছিল,শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আজ(১৯ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল থেকেই ফরিদপুর শহরতলী আওয়ামী লীগ কার্যালয়ে ফরিদপুর বাসী আনন্দ উল্লাসে নেতা কর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগানের মধ্যে মেতে উঠেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি,ফরিদপু-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম হক বলেন। মুজিব আদর্শে উজ্জীবীত হয়েই যারা রাজনীতি করে তারা কখন ভয় পাইনা। আমার বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন,তারা সফল হতে পারে নাই। সত্যের জয় হবেই। বিশ বছর ধরে আমি ফরিদপুর মানুষের সেবা করে চলছি,তাদের ভালবাসা, দোয়া আমার সাথে আছে। এবং তাদের ভালবাসা,দোয়া নিয়েই আমি সামনে ধিকে এগিয়ে যেতে চাই। কোন ষড়যন্ত্র আমাকে থামাতে পারবেনা।
জানাযায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন পাই। তবে দুই দেশের নাগরিকতা নিয়ে একটি কুচক্রীয় মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারি ধারাবাহিকতা ধরে মহামান্য হাইকোর্ট তার প্রার্থী বাতিল করলে তিনি সুপ্রিম কোর্ট আপিলের মাধ্যমে তার প্রার্থী বৈধ প্রমানিত করে প্রার্থীতা ফিরে পায়।
নেতৃবৃন্দরা বলেন,আজকে মাননীয় সুপ্রিম কোর্টের শুনানিতে জননেতা শামীম হক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
আগামী সাত জানুয়ারি নৌকা প্রতীক শামীম হককে বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.