রাজশাহীর বাগমারায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে পাঁচ'টায় খাল গ্রামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংক খালগ্রামহাট আউট লেট শাখার উদ্যোগে এ সমবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট,মচমইল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক রাজশাহী শাখার এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালগ্রামহাট বণিক সমিতির সভাপতি ইউনুস আলী। সহকারী অধ্যাপক ইস্রাইল হোসেনের সঞ্চালনায়,সভায় বক্তব্য রাখেন কোন্দা কমিউিনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আফসার আলী, মাষ্টার মাহাবুবুর রহমান, খালগ্রামহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গ্রাহক আনারুল ইসলাম প্রমুখ।প্রশ্নোত্তর পর্বে গ্রাহকদের নানা প্রশ্নের সরাসরি জবাব দেন এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম। মূলত মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা যেন প্রতারিত এবং হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে এই সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।