
সিভিল এভিয়েশনের দুর্নীতিবাজদের নিয়ে অনুসন্ধান প্রতিবেদন করার কারনে প্রাননাশের হুমকি পেয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার রিয়াদ তালুকদার। সোমবার ১৮ ডিসেম্বর এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নাম্বার ১৭০৫।
সাধারণ ডায়েরির অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার ১৮ ডিসেম্বর দুপুর ১ টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কথা ভাষায় গালিগালাজ করেন সাংবাদিক রিয়াদ তালুকদার কে। এ সময় সেই ব্যক্তি সিভিল এভিয়েশনের দুর্নীতিবাজ কর্মকর্তা জিন্নাহ ও বদরুলকে কাকা সম্বোধন করে বলেন কি কারনে তাদের নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।নানা ধরনের হুমকি দিয়ে বলেন রাস্তায় বের হতে হবে আপনাকে। আপনার লাশ রাস্তায় পড়ে থাকবে। অজ্ঞাতনামা ব্যক্তির নাম জানতে চাইলে পরবর্তীতে সেই ব্যক্তি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মিরপুর মডেল থানার কর্মকর্তা মুন্সি ছাব্বির আহমেদ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিয়াদ তালুকদার কে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে এমন অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হুমকি ও প্রাণনাশের ঘটনায় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
আরেক বিবৃতিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন।
ডিআই/এসকে