
দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার পথে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইফাজ উদ্দিন মন্ডল (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী রাহিমা খাতুন (৪৫)। তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের পাটনচড়া বাজার সুইচ গেট ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাজ উদ্দীন বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের কাটলা ময়ামাড়ি গ্রামের মৃত বায়েন উদ্দীনের ছেলে ছেলে।
নিহতের ভাগিনা নিয়ামুল হক বলেন, ইফাজ উদ্দীনের স্ত্রী রাহিমা খাতুন উপজেলার ভাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে চাকরি করেন। তিনি প্রতিদিন ন্যায় তার স্ত্রীকে মোটর সাইকেলে স্কুলে পৌঁছে দেন। মঙ্গলবারও তাকে পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, কোন অভিযোগ না থাকায়। নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।