ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

দেবীদ্বার আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের’ ঈগল’ মার্কার নির্বাচনী প্রচারণা

কুমিল্লা ৪ দেবীদ্বার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রতিক ঈগল পাওয়ার পর প্রথমে বিকেলে কুমিল্লার প্রাচীন ধামতী এবং উটখাড়া দরবার শরীফ জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বেচ্ছায় উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

কুমিল্লা ৪ দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন এর ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের এ নেতার সাথে মূলত প্রতিদ্বন্দিতা হবে কুমিল্লা ৪ এর বর্তমান সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের সাথে। জানা যায় গত বছর দেবীদ্বারের ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে রাজি ফখরুল সংসদ ভবনের কোন এক কক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে প্রকাশ্যে তৎকালীন দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে চড় মারেন এ নিয়ে শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ।

এছাড়া আবুল কালাম আজাদ গত বছর হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা পরিদর্শন করার সময় আবুল কালাম আজাদের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালান স্থানীয় এমপির সমর্থকরা যা দেশের সব গণমাধ্যমে ফলাও করে এসেছে। কুমিল্লার দেবীদ্বারে সাধারণ মানুষের কথা বলে জানাযায়, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে কোন্দলসহ বিভিন্ন কারণে রাজী মোহাম্মদ ফখরুল অনেকটাই ইমেজ সংকটে পরেছেন যা নির্বাচনে প্রভাব পরবে বলে তাদের ধারণা।

দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন এর ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় স্বতন্ত্র সংসদ প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমি নৌকা বিপক্ষে প্রার্থী হয়নি আমার রক্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মিশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই কুমিল্লা-৪ ( দেবীদ্বার) আসনের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাপে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। তিনি আরও বলে, সাধারণ মানুষ দেবিদ্বারে দু:শাসনের পরিবর্তন চায়। তৃণমূল আওয়ামী লীগের নেতারা আজ বঞ্চিত-লাঞ্চিত, অবহেলিত। যারা নিজেদের জায়গা-জমি বিক্রি করে দলের র্দুদিনে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাঁরা আজ আওয়ামী লীগ জোর করেও করতে পারছেন না। তারা নিজের দলীয় নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে পদে পদে মামলা হামলার শিকার হচ্ছেন। আমি আশা করছি, প্রশাসন ও তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীর সহযোগিতায় আগামী ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। উক্ত ভোটে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।

বর্তমান সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল বলেন, আমি ৩ বার দেবীদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ তিনবার আমি ওই এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। মানুষ আমাকেই নির্বাচিত করেন।

শেয়ার করুনঃ