
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া’র সাথে সরাইল সাংবাদিক পরিষদ এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।
সভায় নবাগত ইউএনও উপজেলায় জনকল্যাণমুখী নানা কাজে সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময় নেতৃবৃন্দ ইতিবাচক সাংবাদিকতার কথা তুলে ধরে জনকল্যাণে সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন, সহ-সভাপতি মোঃ কামাল পাঠান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ও প্রচার সম্পাদক মোঃ রৌনক খান প্রমূখ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর চট্টগ্রামের সন্তান মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সরাইল উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।