
নড়াইলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২১৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জের মুস্তারী কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকটির শাখা উদ্বোধন করেন পরিচালক মো: আনোয়ার হোসেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ফরমান আর, চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, খুলনা জোনাল হেড আবু সাঈদ মো: আব্দুল মান্নান, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, গিয়াস উদ্দিন খান ডালু। ব্যাংকের নড়াইল শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদকে সবার সামনে পরিচয় করিয়ে দেন খুলনা জোনাল হেড আবু সাঈদ মো: আব্দুল মান্নান। বক্তব্য শেষে ফিতা কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধন উপলক্ষ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেমগন, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।