
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা নিজ প্রতিক নিয়ে ভোট চাইতে শুরু করেছেন। ব্রাহ্মণবাড়িয়া মঙ্গলবার সকালে জেলার আখাউড়া উপজেলা ঐতিহ্যবাহী গেছুদারাজ শাহ পীর কল্লা শহীদ রহঃ এর মাজার শরিফ জিয়ারত করে সকলের নিকট দোয়া চান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
এ আসনে তিনি টানা ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি হয়ে টানা দুইবার বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাজার জিয়ারত শেষে সকলের কাছে ভোট ও দোয়া চান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৈলন খান খাদেম প্রমূখ।