
পটুয়াখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই শ্রমিক গ্রুপের মারা মারিতে নিহত-১ ও আহত -২। আহতের নাম জহিরুল ইসলাম (২৭)। সুত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে বশাকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ দিন পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলার বাদুরা সড়কের পাশে থাকা গাছের ডাল কাটার জন্য যায় নিহত ও আহতরা। তখন পক্ষিয়া বাজার অতিক্রম কালে চলন্ত গাড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই শ্রমিক গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে।এসময় শ্রমিক কাওছার গাছ কাটার দা দিয়ে জহিরুল ইসলাম (২৭) কে কোপালে তিনি নিহত হয়।
এসময় শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০) গুরতর আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, পল্লী বিদুৎ সমিতির গাছ কাটাকাটি নিয়ে দুই শ্রমিক গ্রুপের মারামারিতে জহিরুল ইসলাম (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।