
কুড়িগ্রামে ৭ টি মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দিপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবি ইউনিয়ের ফুলকুমার গ্রামের ৭টি মাদক মামলার পলাতক আসামী মো. মোস্তফা কামাল (৪০) কে গ্রেফতার করা হয়
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর ) গভীর রাতে ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
উক্ত আসামীর বিরুদ্ধে ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত ভূরুঙ্গামারী থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এর আগেও ভূরুঙ্গামারী থানা পুলিশ একাধিকবার উক্ত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে। কয়েক বছরের ব্যবধানে আবারো পলাতক থাকার পর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ভূরুঙ্গামারী থানা পুলিশ।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।
কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।