নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিমের বিরুদ্ধে নদীতে অবৈধ ড্রেজারে বালু তোলার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ২০ চর রমনি মোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ড করাতির হাটের পশ্চিমে নতুন করাতির ঘাট সংলগ্ন সাহেবের চরের শাখা নদীতে অবৈধ ড্রেজারে অবৈধ ভাবে লাগাতার বালু উত্তোলন চলছে।
এতে করে আশেপাশের ফসলি জমিসহ নদীর তীরবর্তী বাঁধ ও রাস্তা ঘাট হুমকির মুখে পড়ছে।সরে জমিনে দেখা যায় মেটা পাইপ দিয়ে বালু উত্তোলন করে করাতির হাট সংলগ্ন বিভিন্ন স্থাপনা ভরাট চলছে।স্থানীয় হেলাল সরকার ও আক্তার সরকার এই বালু উত্তোলন দেখাশুনা করছে বলে যানা যায়। হেলাল সরকার বলেন, ইব্রাহিম ভাই বলছে আমার ব্যবসাটা দেখাশুনা করিস। তাই আমরা দেখাশুনা করছি।এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম বলেন আমি ড্রেজারের মালিক। এটা আমার ব্যবসা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভি দাশ জানান, নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবেনা।