
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
কালিগঞ্জ উপজেলায় ভূমি সেবায় জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে । বুধবার(১৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের নেতৃত্বে সাংবাদিক সমিতির সকল নেতৃবৃন্দের উপস্থিততে সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, এ্যাডঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা কাজী প্রিন্স, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মহিবুল্লাহ (ভারপ্রাপ্ত), ক্যাশিয়ার মহাসিন আলী, দপ্তর সম্পাদক মনিমালা গাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আল-নূর আহম্মেদ (ইমন), সিনিয়র সদস্য আনারুল ইসলাম, সদস্য মুন্সি আরাফাত, সদস্য হাফিজুর রহমান (হাফিজ), এ সময় কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি আজাহার আলী বাংলাদেশ সাংবাদিক সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।