
দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ঈগল প্রতীক পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
প্রতীক পাওয়ার পর তিনি নৌকার প্রার্থী এডভোকেট মাহবুব আলীর বিরুদ্ধে অভিযোগ করেন। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ।
প্রতীক পেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, অন্যান্য আসনে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন; কিন্তু আমি শুধু একজন প্রার্থীর বিরুদ্ধে না, একজন মন্ত্রী যিনি এখনো প্রটোকল নিয়ে চলছেন। তার বিরুদ্ধে নির্বাচন করছি। তিনি বিমান প্রতিমন্ত্রী এখনো পুলিশের প্রটোকল ব্যবহার করছেন।
পুলিশ দেখলে এমনই সাধারণ মানুষের মাঝে ভয় কাজ করে।
তিনি বলেন, আমি যদি ২০ ভাগ আমার ভালোবাসার মানুষ পেয়ে থাকি, আর বাকি ৫০ ভাগ পেয়েছি প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার লোকজন দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত হওয়া। এই ৫০ আর আমার ২০ ভাগ মিলে মোটামুটি ৭০ ভাগ মানুষের ভালোবাসা পাব বলে আমার ধারণা।
আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যাপক সাড়া পেয়েছি।
এটা আমার জন্য দোয়া আশীর্বাদ ছাড়া আর কিছু নয় ব্যারিস্টার সুমন বলেন, আমার পছন্দের ৃমার্কা ঈগল আমি পেয়ছি ঈগল পাখি প্রতীক । পাখির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে একমাত্র ঈগল যে ঝড়ের মধ্যে নিচে নেমে আশ্রয় নেয় না। ঝড়তুফানে মধ্যেও উপরে উঠে যায়। নিচে থাকে তীক্ষ্ণ নজর