এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮৯ যশোর-৫ মনিরামপুর আসনের দুই এমপি পদপ্রার্থীর নির্বাচনী এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যান্ত মণিরামপুর বাজার ও নেহালপুর ইউনিয়ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানাযায়,সোমবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকেরা নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেনের নেতৃত্বে মনিরামপুর সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে জটলা সৃষ্টি করে। এতে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মিকাইল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, যশোর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্বপন ভট্টাচার্যের (প্রতিমন্ত্রী) নির্বাচনী এজেন্ট রুহুল আমিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার সভার আয়োজন করেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (খ) অনুযায়ী আচরণবিধি অনুসরণ না করায় রাত সাড়ে ৮টার দিকে রুহুল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাচনী এজেন্ট রুহুল আমিন ও মিকাইল হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, যশোর-৫ মনিরামপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (প্রতিমন্ত্রী) স্বপন ভট্টাচার্যর নির্বাচনী এজেন্ট রুহুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।এ অপরাধে তাদের দুইজনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’