
যশোরের বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আমড়াখালী তল্লাশী কেন্দ্র হতে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ১৯৯০ পিচ ইয়াবা সহ জিয়াউর রহমান(৪০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে আমড়াখালী চেকপোষ্টের ৪৯, বিজিবি’র সদস্যরা।
এ সময় আসামী’র ব্যবহৃত ১৫০ সিসি পালসার মটর সাইকেল জব্দ করা হয়।
বিজিবি’র আমড়াখালী চেকপোষ্ট সূত্রে জানা গেছে,সোমবার(১৮ ডিসেম্বর) গোপণ সংবাদ পেয়ে তল্লাশী কেন্দ্রের সুবেদার মোঃ ফয়জুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী কেন্দ্রে ওৎ পেতে থাকে,কিছুক্ষণ পর বেলা ৯টার দিকে যশোরগামী একটি মটর সাইকেল তল্লাশী কেন্দ্রে এসে থামলে,তাকে তল্লাশীর জন্য চ্যালেঞ্জ করলে আসামী দ্বিমত পোষণ করেন,বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি’র এক পর্যায়ে তাকে তল্লাশী করে ১৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এ সময় তার পালসার মটরসাইকেলটি জব্দ করা হয়।
আসামী জিয়াউর রহমান এর বাড়ী একই থানার সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়া। সে মৃত আদম আলী’র ছেলে। ১৯৯০ পিচ ইয়াবার বর্তমান মূল্য-৫.৯৭০০০(পাঁচ লাখ সাতানব্বই হাজার) টাকা এবং মটর সাইকেলের মূল্য-১.৮০.০০০(এক লাখ আশি হাজার) টাকা। সর্বমোট-৭.৭৭.০০০ (সাত লাখ সাতাত্তর হাজার) টাকা !আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয় টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামি কে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।