প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর র্পযন্ত ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়।
এর মধ্যে এছাড়া আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া- ১ আসন থেকে বিএম ফরহাদ হোসনে সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসন থেেক র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া -৫ আসনে ফয়জুর রহমান,
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ক্যাপ্টন অব: এ বি তাজুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন কলার ছড়ি প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জোট প্রার্থী হিসেবে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন লাঙ্গল প্রতীক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ঈগল পাখি, মাইন উদ্দিন মঈন পেয়েছেন কলার ছড়ি । ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুুর রহমান ওলিও পয়েছেন কাঁচি প্রতীক।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, নির্বাচনের প্রচার প্রচারণায় আচরন বিধি রক্ষায় প্রশাসনরে কঠোর নজরদারি থাকবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.