প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
তানোরে পৌর এলাকার ৯টি সেন্টারে নৌকার অফিস উদ্বোধন করলেন সুজন

প্রতিক বরাদ্ধের পর প্রচার প্রচারনার প্রথম দিনে তানোর পৌর এলাকার ৯টি সেন্টারে নৌকার পক্ষে ৯টি অফিস উদ্বোধন করলেন তানোর পৌর আ' লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজন।
সোমবার বিকেল থেকে রাত তিনি পৌর এলাকার খন্ড খন্ড মিছিল শেষে তালন্দ বাজার থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত অফিস উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন তানোর পৌর আ' লীগ সভাপতি আসলাম উদ্দিন, তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।
এসময় তানোর পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের আ' লীগ, যুবলীগ ও সেচ্ছা সেবক লীগ সভাপতি সম্সপাদকসহ নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন এলাকায় গনসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে উন্নয়নের লক্ষে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে পুনরায় এসপি নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.