
পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টি’র প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পটুয়াখালী জেলা জাতীয় পার্টি’র আয়োজনে ১৮ডিসেম্বর সোমবার বিকালে উক্ত পার্টি’র পটুয়াখালী শহরের নতুন বাজারস্হ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পটুয়াখালী জেলা জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আবদুর রাজ্জাক হাওলাদার, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা জাতীয় পার্টি।এসময় পটুয়াখালী জেলা জাতীয় পার্টি’র অন্যতম নেতা অলি উল্লাহ বশির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
পটুয়াখালী জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, সালাম মোল্লা ও এ্যাডভোকেট তোফায়েল আহমেদ প্রমুখ।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টি’র যুগ্ম সাধারণ মোঃ জাকির মাহমুদ সেলিম, পটুয়াখালী সদর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি মোঃ কামরুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাহামুদ আলম শাহীন ও মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি ড, মোঃ আবদুর রহমান প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এসময় পটুয়াখালী জেলা শ্রমিক শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর মাদবর,
পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ জামাল হোসেন বিশ্বাস ও পটুয়াখালী জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার সহ পটুয়াখালী সদর,
দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র বিভিন্ন স্তরের ও জাতীয় পার্টি’র নানা অঙ্গ সংগঠনের উক্ত উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পটুয়াখালী-১( পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের জাতীয় পার্টি’র প্রার্থী হলেন, সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার(লাঙ্গল)।