
কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ‘র মৃত’্যতে সারা দেশের ন্যায় দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতেও সোমবার (১৮ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
সোমবার (১৮ডিসেম্বর) জোহরবাদ বেতাগী উপজেলা মডেল মসজিদে দোয়ানুষ্ঠানে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ গ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন, মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. আতিকুর রহমান।
আমীরের রুহের মাগফিরাত কামনায় উপজেলার সব মসজিদে বিশেষ দোয়া এবং এখানকার অন্যান্য ধর্মীয় উপাসনালয় মন্দির ও খ্রীস্টান পল্লীতে গীর্জায় তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদসহ উপজেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে।