নুরুল আমিন দুলাল নিজস্ব প্রতিবেদক, রায়পুর, লক্ষ্মীপুর।
আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর বণিক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়পুর বাজারের স্বনামধন্য হায়দার এন্টারপ্রাইজের পরিচালক তরুণ, উদ্যমী এবং ব্যবসায়ী ধার্মিক সকল ব্যবসায়ীদের পরিচিত মুখ সাইফুল ইসলাম মুরাদ। তিনি মিডিয়া কর্মীদের সাথে আলাপকালে বলেন এখন সময় এসেছে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধার কথা ব্যবসায়ীই বলবে।, তিনি আরো বলেন বণিক সমিতি হোক ব্যবসায়ীদের মর্যাদা ও সুনামের প্রতীক।আজ শনিবার (২১ জুন) সন্ধ্যায় এই প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে প্রার্থী হওয়ার তাগিদ কেন অনুভব করলেন—এমন প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম মুরাদ বলেন, “পারিবারিক ব্যবসার ইতিহাস আমাদের বহু পুরনো হলেও আমি ১৯৯০ সালে নিজে ব্যবসা শুরু করি। সেই থেকেই লক্ষ্য করেছি রায়পুর বাজার ব্যবসায়ীদের শক্ত পরিচ্ছন্ন সংগঠন না থাকায় ব্যবসায়ীরা সব সময়ই অবহেলার শিকার হচ্ছেন। বাজারে অনিয়ন্ত্রিত যানজট সমস্যা। ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের মালামাল লোড আনলোডের নিয়ম-নীতি না থাকায় ব্যবসায়ীরা অনেক সময় বিরম্বনা পড়তে হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “আমি রাজনীতির লোক না। তবে ব্যবসায়ী সমাজের প্রতি দায়বদ্ধ একজন অতি সাধারণ মানুষ। আমি মনে করি, বণিক সমিতিকে স্বাধীন ও মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সাহসী নেতৃত্ব দরকার।
তাই আমি নির্বাচনে এসেছি ব্যবসায়ীদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্মানের শহিত দেখার জন্য ”
নির্বাচনে বিজয়ী হলে জানতে চাইলে তিনি বলেন, “প্রথমেই একটি বণিক সহায়তা ডেস্ক চালু করব—যেখানে প্রতিদিন একজন প্রতিনিধি থাকবেন ব্যবসায়ীদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য।সমগ্র রায়পুর বাজার এলাকায় সিসিটিভি স্থাপন ও যানজট নিরসনে পৌরসভা ও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করব। এটা শুধু ব্যবসার স্বার্থেই নয়, পুরো শহরের স্বার্থে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহযোগিতা তহবিল গঠনের উদ্যোগ নেব। যাতে ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা সহজে ঋণ পায়। তরুণ উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও মার্কেটিং সাপোর্ট নিশ্চিত করব।