
মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড়ায় জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে ২০২৪ জাতীয় দাদ্বশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ -১ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিনের বিজয় সুনির্দিষ্ট করার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহিম, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফিরোজ, হুমায়ুন, কাউসার আহমেদ শ্যামল, কাউসার উল্লাহ কার্জন, বুলবুল সিদ্দিকী, উজ্জ্বল।
আরে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সাজেদুল আলম ওপেল, নূর নবী অন্তু, মুক্তিযোদ্ধা ফখরুল আলম রতন, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ কোলাপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীরা।