
শেরপুরের ৩টি সংসদীয় আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী ৭জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রার্থী ৩জন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী ৫জনসহ মোট ১৫জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় পুলিশ সুপার মোনালিশা বেগম নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখে নির্বাচন করার জন্য, সকলের প্রতি আহ্বান জানান। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই তাদের সমর্থনকারীরা প্রচারণা শুরু করেছেন।
শেরপুর-১ (সদর) আসনে প্রতীক পেয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (নৌকা), ছানুয়ার হোসেন ছানু (ট্রাক), মো.মাহমুদুল হক মনি (লাঙ্গল), এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙ্গর), বারেক বৈদেশী (গামছা), আবুল কালাম আজাদ (একতারা) ও মো.ফারুক হোসেন (সোনালী আশ)। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রতীক পেয়েছেন, বেগম মতিয়া চৌধুরী (নৌকা), লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রতীক পেয়েছেন, এডিএম শহিদুল ইসলাম (নৌকা), মো.সিরাজুল হক (লাঙ্গল), মো.সুন্দর আলী (গামছা), এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, (ট্রাক) ও প্রকৌশলী মো. ইকবাল আহসান (ঈগল)। প্রতীক পেয়ে প্রার্থীরা আনন্দ উল্লাসে যার যার এলাকায় যাওয়ার প্রস্তুতি নেন।