
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ফেসবুকে মাদক নিয়ে সচেতনতামূলক ভিডিও পোস্ট দেয়ায় মনির হোসেন (২২) এনজিও র্কমীকে মারধর করেছে। বুধবার বেলা সাডে় ১২ টায় শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওর্য়াডে হামলার ঘটনা ঘটে।
আহত মনির হোসেন দক্ষিন দুমকী গ্রামের মৃত, রাজ্জাক হাওলাদারের ছেলে এবং পল্লী সেবা সংঘ এনজিও’র মাঠ
সংগঠক। সূত্র জানায়, বুধবার সাডে় ১২ টায় মনির হোসেন সাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। পথে ফকির বাড়ীর দক্ষিণ পাশে পৌঁছলে বখাটে সোহেল ওরফে রাজু ফকির (২৭) তার ওপর অর্তকিত হামলা চালিয়ে সাথে থাকা এনজিও ঋণের কিস্তির টাকা নিয়ে নেয়।
ডাক চি কার শুনে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করে , বখাটে রাজু ফকিরকে ধাওয়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। আহত মনির বলেন, ফেসবুক পেইজ থেকে অভিভাবকদের সচেতন করতে ১৩ অক্টোবর মাদক বিরোধী ভিডিও আপলোড করেন তিনি। এতে নেশাসক্ত রাজু ফকির ওই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আঃ জলিল হাওলাদার জানান, আমি জেনেছি সে রাজু ফকির নেশাগ্রস্ত। ঘটনার দিন ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশে খবর দেয় তার বোন। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমাদ(কবির) বলেন, আমার অফিসের মনির নামে একজন মাঠ সংগঠক ঋণের টাকা তুলে অফিসে ফেরার পথে হামলার শিকার হয়েছেন। দুমকী থানা অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং প্রাথমিক চিকি সা শেষে আসামী রাজুকে র্কোটে প্রেরণ করা হয়েছে।