
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।নেত্রকোনা জেলার ৫টি আসনের আওয়ামীলীগের নৌকা,জাতীয় পার্টির লাঙ্গলসহ কয়েকটি রাজনৈতিক দল ও সতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রির্টানিং কর্মকতা শাহেদ পারভেজ।ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে,নেত্রকোনা-১ আসনে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী পেয়েছেন নৌকা প্রতীক সতন্ত্র সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা ট্রাক প্রতীক। নেত্রকোনা-২ আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু পেয়েছেন নৌকা প্রতীক অপরদিকে সতন্ত্র সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ঈগল পাখি। নেত্রকোনা-৩ আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অসীম কুমার উকিল পেয়েছেন নৌকা প্রতীক এবং সাবেক সাংসদ ইফতিখার উদ্দিন তালুকদার পেয়েছেন ট্রাক প্রতীক।
এ ছাড়া নেত্রকোনা-৪ আসনে সাবেক সচিব সাজ্জাদুল হাসান পেয়েছেন নৌকা প্রতীক এডভোকেট লিয়াকত আলী পেয়েছেন লাঙ্গল প্রতীক। নেত্রকোনা-৫ আসনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন পেয়েছেন নৌকা প্রতীক অপর দিকে সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর আনোয়ার হোসেন লড়বেন ঈগল প্রতীক নিয়ে।