
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৮ অক্টোবর সকাল ১০ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় জুম কনফারেন্স প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন।
শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সমাজসেব কর্মকর্তা জেসিয়া জামান,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান,আলাইপুর খাদ্য গুদাম ইনচার্জ মোঃ আমিন উদ্দীন মোড়ল,বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক,সন্তোষ কুমার চিন্তাপাত্র,শিক্ষক পলাশ দাস,সাবেক শিক্ষক রনজিত হালদার প্রমূখ।