
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৯ সদস্যের নতুন পূর্নাঙ্গ কমিটি আজ রবিবার গঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ পুনরায় নির্বাচিত হন। পুনঃনির্বাচিত সভাপতি-সম্পাদক সংগঠনের গঠনতন্ত্রের ১৯(ক) ধারা এবং কার্যকরী কমিটি গঠণ ধারা-৮ অনুযায়ী অত্র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, সমাজকল্যাণ সম্পাদক মো: শওকত হোসেন, শিক্ষা ও বৃত্তি সম্পাদক নুর এ জাহেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ,
প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শিশু স্বাস্থ্য ও মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য রাজু কুমার দে এবং কামরুন নাহার।