
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে দিন ব্যাপী র্কমশালা অনুষ্ঠিত হয়েছে। রেজি: অফিস সূত্র জানায়, ১৭ ডিসেম্বর রোববার, সকাল ১০ টায় রেজিস্ট্রি অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত র্কমশালায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান, রির্সোসর্পাসন গলাচিপা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মোবারক হোসেন, উক্ত র্কমশালায় বক্তব্য রাখেন, দুমকি দলিল লেখক সমিতির উপদেষ্টা মোঃ জাকির হোসেন হাওলাদার, সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার,
সাধারন সম্পাদক, মোঃ মেহেদী হাসান আমির, আরও বক্তব্য রাখেন, অফিস সহকারী মোঃ শাহআলম, দলিল লেখক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত র্কমশালায় দলিল লেখকদের আইন মন্ত্রনালয়, ভূমি মন্ত্রনালয়, জরিপ অধিদপ্তর, নিবন্ধন পরিদপ্তর এর আওতাধীন দলিল রেজিস্ট্রেশনের বিষয়, রেজিস্ট্রেশন আইন, দলিল র্পচা, ওয়ারিশ সনদ, দাখিলা, দাগ খতিয়ান, আমমোক্তার, খাস মোক্তার, কবলা দলিল সহ বিভিন্ন দলিল সম্পাদন সর্ম্পকীয়, বিভিন্ন আইন, বিধিমালা, পরিপত্র সর্ম্পকে বিশদ আলোচনা করে সাম্যক ধারনা দেন দিনভর। শেষে সমাপনী বক্তব্য রাখেন দুমকির সাব- রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান সভার সমাপ্তি ঘোষনা করেন।