প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ
মিরসরাইয়ে শিশুদের মাঝে চাইল্ড কেয়ার বাংলাদেশের শীতের পোশাক বিতরণ

‘সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে ৬০ জন অসহায় শিশুকে শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় রূপনগর এলাকায় ৪০ জন শিশু ও বারইয়ারহাট পৌরসভা এলাকায় ২০ জন পথশিশুর মাঝে শীতের পোশাক তুলে দেওয়া হয়। এসময় নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।
সংগঠনের সহ-সভাপতি বি.কে.নিশি ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলাম তপু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শাহীনুল হোসেন শাহীন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহসান গান্ধী ইমন, সংগঠক আনিসুল হক শিমুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-অর্থ সম্পাদক মনি, প্রচার সম্পাদক ফাহমিদা, সাংগঠনিক সম্পাদক নুর নবী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া হায়দার, সহ-প্রচার সম্পাদক হ্যাপি চৌধুরী প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.