
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শানে সাহাবা খতীব কাউন্সিল এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আতিকুল্লাহ বিন রফিক উপস্থিতি থেকে উক্ত ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
সরাইল উপজেলা গঠিত কমিটিতে মুফতী মুরশেদ আলম চৌধুরীকে আহবায়ক ও মুফতি আবুল বাশার সরাইলীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মাওলানা আব্দুল আলিম, হাফেজ আবুল হাসান, মুফতি কামাল হোসেন ও মশিউর রহমান। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন মাওঃ এহসানুল হক, মাওঃ তাওহিদুল ইসলাম, মাওঃ মোঃ ফয়সাল ও হাফেজ আনোয়ার।
উক্ত আহ্বায়ক কমিটি আগামী ২১ থেকে তিন মাসের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনে দায়িত্ব পালন করবেন।