ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

কুড়িগ্রামে মাসিক সভায় পুরস্কৃত হলেন ১৭ পুলিশ সদস্য

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হলেন ১৭ পুলিশ সদস্য।

রোববার ( ১৭ ডিসেম্বর ) নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে সকাল ০৮:০০ ঘটিকায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম.কে. এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শদুল হাসান, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

চাঞ্চল্যকর মামলার রহস্য উৎঘাটন, আসামী গ্রেফতার ও পেশাদার পুলিশি দায়িত্ব পালনে নভেম্বর/২০২৩ মাসে মাননীয় আইজিপি মহোদয় হতে প্রাপ্ত পুরস্কার ৭ টি এবং কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভালো অবদান রাখায় মোট ১০ টি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়, আইজিপি মহোদয় কর্তৃক মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন

ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্তরা হলেন:

নাগেশ্বরী থানার এসআই নিরস্ত্র অলকান্ত রায়, রাজারহাট থানার এসআই নিরস্ত্র মো. ফারুক মিয়া, ভূরুঙ্গামারী থানার এসআই নিরস্ত্র মো. শফিকুল ইসলাম, উলিপুর থানার এসআই নিরস্ত্র মো. আব্দুল বাতেন, রাজারহাট থানার এসআই নিরস্ত্র মো. মিজানুর রহমান, নাগেশ্বরী থানার এএসআই নিরস্ত্র মো. আব্দুল কাদের ও এএসআই নিরস্ত্র মো. মনজুরুল।

জেলা পুলিশের পক্ষ্য থেকে পুরষ্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ কনস্টেবল :

উলিপুর থানার নারী কনস্টেবল শেফালী আক্তার ও পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মো. কামরুজ্জামান, শ্রেষ্ঠ এসআই হিসেবে ফুলবাড়ী থানার এসআই মো. ইব্রাহীম খলিল, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানার এএসআই নিরস্ত্র মো. মিল্টন মিয়া, বিশেষ পুরষ্কার হিসেবে:

কুড়িগ্রাম থানা এসআই মো. আবু সাঈদ বাবলা, চিলমারী থানার এসআই দীলিপ কুমার, সদর ফাঁড়ির এএসআই মো. রাকিবুল ইসলাম, ডিবি কুড়িগ্রামের এসআই মো. আব্দুল বশির, শ্রেষ্ঠ থানা হিসেবে

ফুলবাড়ী থানার জনাব প্রাণ কৃষ্ণ দেবনাথ এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মো. সুমন রেজা।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উস্কানী, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোরতার দিকনির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।

নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ