
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের প্রবীণ ব্যবসায়ী তরনী রঞ্জন হাওলাদার (৯৫) রোববার সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তালতলী উপজেলার বেহালা গ্রামের বাড়িতে পারিবারিক শ্মশানে তরনী রঞ্জন হাওলাদারের সৎকার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি এবং কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য উত্তম কুমার হাওলাদার তাঁর দ্বিতীয় পুত্র।
তরনী রঞ্জন হাওলাদারের মৃত্যুতে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টর্স ইউনিটি,কুয়াকাটা প্রসক্লাব,মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।