ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মাধবপুরে সাউন্ডবক্সে সমাজচ্যুত করে দিল স্বামী পরিত্যক্তা নারীর পরিবারকে

হবিগঞ্জের মাধবপুরে ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্স বাজানোর অপরাধে লাল বানু নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে কয়েক সপ্তাহ ধরে সমাজচ্যুত করে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সমাজচ্যুতির কারণে ওই নারীর পরিবারের কথা বলাও বন্ধ রেখেছেন গ্রামবাসী। বাড়ি থেকে বের হলেই লোকজন তাঁকে নানাভাবে হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন লাল বানু। এর ফলে চার সন্তানের পরিবার নিয়ে তিনি ভীষণ সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী লাল বানু জানান, কিছু দিন আগে তাঁর ছেলে নূরুল হকের গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সে বিয়ের গীত বাজছিল। সে সময় গ্রামের প্রভাবশালীরা এসে তাদের গান বন্ধ করতে বলেন। নিষেধ শুনে তারা গান বাজানো বন্ধ করে দিয়েছিলেন।
গত ১৩ অক্টোবর বাড়িতে মিলাদ পড়ানোর জন্য লাল বানু স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেনকে দাওয়াত দিলে তিনি আসেননি। কারণ জানতে চাইলে জানানো হয়, লাল বানুকে সমাজচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়েতে গান বাজনা করায় তাকে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইতে বলা হলেও সে ক্ষমা চায় নি। তাই এমনটা হয়েছে।

এ ব্যাপারে সাতপাড়া গ্রামের মাতব্বর রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই গ্রামের রীতি হচ্ছে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না। কারণ, ইসলাম ধর্মে গান-বাজনা নিষেধ। এছাড়া মাইকের উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষ বিরক্ত হয়। লাল বানু সমাজের কথা না মেনে উচ্চ শব্দে বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোর কারণে তাঁর বাড়িতে মসজিদের ইমামকে যেতে নিষেধ করা হয়েছে‌। লাল বানু সমাজের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। লাল বানু ক্ষমা চাইতে রাজি নন। এ কারণে তাঁকে আপাতত সমাজচ্যুত করা হয়েছে।

ওই এলাকার ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, সমাজচ্যুত করা সম্পূর্ণ বেআইনি। যারা ওই মহিলার সাথে এ কাজটি করেছে সেটা কখনো সমর্থনযোগ্য নয়।

চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সাতপাড়া গ্রামে গিয়ে স্থানীয়দের বলে এসেছি বিষয়টি নিষ্পত্তির করার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, সমাজচ্যুত করার ঘটনার বিষয়টি শুনে স্থানীয় চেয়ারম্যানকে খোঁজ নিতে বলা হয়েছে। প্রয়োজনবোধে তাদের আদালতে যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ