দুদুক ও জজের ভয় দেখিযয়ে চারটি দোকানের ভিটা দখল করতে চান সোনাখালীর তোফা মৃধা। ঘটনাটি ঘটেছে গলাচিপ উপজেলার গোলখালী ইউনিয়নের জোলেখা বাজারে। জোলেখা বাজারের স্থানীয় বাসিন্দার বলেন দীর্ঘ বার বছর ধরে গোলখালী ইউনিয়নের জোলেখা বাজারে দোকান ঘরে স্থায়ী ভাবে ব্যবসা করে আসছেন মনির হোসেন, নীলকমল বিশ্বাস, দেলোয়ার শিকদার ও নুরু শিকদারসহ অনেকে। আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের সোনাখালি গ্রামের মৃত্যু বাড়েক মৃধার ছেলে তোফা মৃধা জোলেখা বাজারের দোকান ঘরের দক্ষিণ পাশ্বে জোর করে চার করা জমি ক্রয় করে শুসান্তর কাছ থেকে।
জমির মালিক তাকে জমি বুঝ করে দেওয়ার পরে তোফা মৃধা দুদক ও জজের ভয় দেখিয়ে সামনের দোকানের প্লেস দখল করতে চায় বলে অভিযোগ করেছেন জোলেখা বাজারের ব্যবসায়ীরা।
জমি বিক্রেতা শুসান্ত বলেন, আমাকে ভুল বুঝিয়ে বাগান বাড়ির কথা বলে কম টাকায় জমি ক্রয় করে তোফা মৃধা। সে জায়াগায় বাগান বাড়ি না করে বাজারের মধ্যে করাতকল নির্মান করে। তাকে জমি বুঝিয়ে দেবার পরেও তোফা মৃধা সে অন্যের দোকন ঘরের ভিটি দাবি করে অন্যের দোকান ঘরের জায়গা দাবি করা তার
অন্যায়। বাজার কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমি দীর্ঘ দশ বছর এই বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এই বাজারে আমার সভাপতি হওয়ার আগ থেকেই মনির, নীলকমল, দেলোয়ার নুরু শিকদারসহ অনেক লোক সুন্দর শৃক্সখলা ভাবে ব্যবসা করে আসছে। হঠাৎ করে আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের তোফা মৃধা নামে এক লোক দুদকের ও জজের কথা বলে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে না পারলে দোকানের ভিটি দিতে হবে বলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং মিথ্যা মামলা দিয়ে
হয়রানি করবে বলে বিভিন্ন জায়াগায় বলে। তার জ্বালায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের জোলেখা বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ। স্থানীয় ব্যবসায়ীরা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে তোফা মৃধার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে গলাচিপা থানায় যোগাযোগ করলে অফিসার থানা ইনচার্জ মো.ফেরদৌস আলম বলেন, অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।