ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল দিঘীনালা, মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির দীঘিনালায় স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল আলম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল দীঘিনালা। হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এতে অংশ নেন গ্রামবাসীও। সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়েছে।

জানা যায়, হরতাল চলাকালে গত ২০ নভেম্বর (সোমবার) বিকালে জেলার দীঘিনালায় সন্ত্রাসী হামলায় দিঘীনালা উপজেলা মেরুং উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল আলমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর করে ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল আলমকে পিটিয়ে গুরুতর আহত করে। ২৬ দিন পর গতকাল শনিবার (১৬ সিম্বেবর) রাত পৌনে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর সব মায়া ত্যাগ করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুবিনুল হক জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে রবিউল আলম মারা গেছেন। রবিবার দুপুরে রবিউলের লাশ ময়না তদন্তের পর স্বজনরদের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, রবিউল এক সন্তানের জনক। তার স্ত্রী অন্তসত্ত্বা। কিন্তু রবিউল তার অনাগত সন্তানের মুখ না দেখেই পরপাড়ে চলে গেছেন।

এদিকে স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা ও দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে কয়েক শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।

এ সময় দীঘিনালা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন মুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাবুল হোসেন বাবলু, দিঘীনালা কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা মাসুদ রানা জানান, পুলিশ মিছিলে বাধা দিয়েছে। তবে মামলা করলে হত্যাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন দিনি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এম এন আবছারের অভিযোগ গত ২০ নভেম্বর (সোমবার) বিকালে জেলার দীঘিনালায় সন্ত্রাসী হামলায় দিঘীনালা উপজেলা মেরুং উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল আলমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর করে ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল আলমকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামে পাঠানো হয়। রবিউল চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে তাকে রিলিজ দিলে দলীয় ও স্বজনরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে এনে ভর্তি করে।

তবে এ বিষয়ে দিঘীনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কাসেমকে ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন রবিউল আলমের মামা ফজলুল কবির রনি।

এ নিয়ে হরতাল-অবরোধে খাগড়াছড়িতে দুই জনের প্রাণ গেল। এর আগে খাগড়াছড়ি জেলার গুইমারায় সরকারি চালবাহী ট্রাকে অগ্নি-সংযোগের ঘটনায় দগ্ধ ট্রাক চালকের সহকারী বেলাল হোসেন (৩৫) শনিবার (২ ডিসেম্বর) বিকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যান। অবরোধ চলাকালে গত (২৭ নভেম্বর) ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় অবরোধকারীরা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিলে তিনি দগ্ধ হন।

শেয়ার করুনঃ