ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার দিলেন ব্যারিস্টার ‘কায়সার’
নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর ট্রেন দুর্ঘটনা:কাউন্সিলরসহ গ্রেফতার ৭

গাজীপুরে রেল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগে কাউন্সিলর সহ ৭ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ) মোহাম্মদ নাজির আহমেদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হলো- জান্নাতুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২৫), মো. হাসান আজমল ভূঁইয়া (৫০), জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), শাহানুর আলম (৫৩), মো. সাইদুল ইসলাম (৩২), সোহেল রানা (৩৮)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শনিবার রাতে দুঃষ্কৃতিকারী দলের সদস্য জান্নাতুল ইসলাম (২৩) ও মেহেদী হাসান (২৫) কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই ঘটনা ঘটানোর উদ্দেশ্যে গাজীপুরের কোনাবাড়ী থেকে একটি হায়েস গাড়ী ঢাকা যাওয়ার কথা বলে ভাড়া করে।

এরপর তারা ভাড়া করা গাড়ী নিয়ে ঢাকা যাওয়ার কথা থাকলেও ঢাকায় না গিয়ে গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে। এসময় তারা সবাই মুখোশ পরা অবস্থায় ছিলো। এ অবস্থায় ড্রাইভার ভয় পেয়ে তাদের ঢাকায় না যাওয়া এবং মুখোশ পরার কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে একজন মুখোশ খোলে ড্রাইভারকে তার চেহারা দেখায় এবং বলে,“দেখো আমাকে তুমি চিনো কিনা?” তারপর ড্রাইভার তাকে চিনতে পেরে আর কিছু বলে না।

তিনি আরও জানান, ভাড়াকৃত গাড়ী নিয়ে তারা রেল লাইন কেটে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে তারা শিববাড়ী, জোড় পুকুরপাড় সহ আরো বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গাড়ীতে উঠায়। তারা গাজীপুর সদর থানাধীন জোড় পুকুরপাড়স্থ ইবনে সিনহা তোহার বাড়ি থেকে রেল লাইন কাটার যন্ত্রপাতি এবং দক্ষিণ সালনা, উসমান গণির ভাড়া দেওয়া “বাশ বাগান” রেস্টুরেন্ট থেকে দুইটি গ্যাস সিলিন্ডার গাড়িতে উঠায়। এসব সরঞ্জামসহ তারা শিববাড়ী মোড় থেকে দুইজন ব্যাক্তিকে গাড়ীতে উঠায়। তারপরে গাজীপুর শহরের ভিতরে বিভিন্ন অলি গলিতে ঘোরাঘুরি করে রাত ১০ টায় শিমুলতলী হান্ডী বিরানীতে খাওয়া দাওয়া করে।

পরবর্তীতে রাত ১১ টায় খাবার হোটেল থেকে বের হয়ে পুনরায় গাড়ীতে ওঠে। সময়ক্ষেপন করার জন্য আবারও শহরের ভিতরে বিভিন্ন অলি গলিতে ঘোরাঘুরি করে। আনুমানিক রাত ১:৩০ মিনিটের পরে বনখরিয়া এলাকায় ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরত্বে বনের পাশে গাড়ী রেখে পায়ে হেঁটে তারা গ্যাস সিলিন্ডারসহ সরঞ্জাম নিয়ে বনখরিয়া চিনাই রেল ব্রীজের পাশে যায়। সেখানে গিয়ে তারা একত্রে পরিস্থিতি পর্যবেক্ষন করে এবং সুযোগ বুঝে রেল লাইন কেটে ফেলে।
ওই কর্মকর্তা জানান, এরপর তারা গাড়ী নিয়ে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চার জন গাড়ী থেকে নেমে যায় এবং বাকী সদস্যরা পরবর্তীতে মিরপুরে গিয়ে নামে। মিরপুরে নেমে তারা নিজেদের কাছে টাকা না থাকায় একজনকে ফোনে বলে যে, ড্রাইভারকে তার ফোন নম্বরের বিকাশে টাকা পাঠিয়ে দাও। সেই মোতাবেক জনৈক ব্যাক্তি ডাইভার সাইফুল এর ফোন নম্বরের বিকাশে ৮,১০০/- টাকা পাঠিয়ে দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিম গাজীপুরসহ দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে । ধৃত জান্নাতুল ইসলাম এবং মেহেদী হাসান জানিয়েছে উক্ত ঘটনার সাথে মাসুম (সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল) ও ত্বোহা (আহবায়ক, ছাত্রদল, আজিমুদ্দিন কলেজ) দ্বয়ের নেতৃত্বে মোট (০৮) আট জন জড়িত আছে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা এবং বাস্তবায়ন কারী সদস্যরা সকলেই বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা এবং সক্রিয় সদস্য। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গত ১১ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা আজমল ভূঁইয়ার বাসাসহ বিভিন্নস্থানে তার সভাপতিত্বে মিটিং হয়। উক্ত মিটিং এ রেল লাইন কেটে নাশকতা ঘটানোর বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত করা হয়। উক্ত মিটিং আলোচনা হয় যে, দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে। বড় কোন ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে বিধায় তারা রেল লাইনে নাশকতা ঘটানোর পরিকল্পনা করে। সরকার এর বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরাজমান রাষ্ট্রীয় সু-শৃংখল পরিবেশকে নষ্ট করা, জনমনে ভীতি সঞ্চার করা এবং এর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যপক মিডিয়া কাভারেজ, হরতাল-অবরোধ সফল করার জন্য ব্যাপক প্রাণহানির ও ধ্বংসযজ্ঞের জন্য রেললাইনকে বেছে নেয়া হয়েছিল যা দেশ ও বিদেশে আলোড়ন তৈরি করতে পারে।
এই ঘটনার কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালক ঘটনার সাথে সরাসরি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে এবং নাশকতার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং এর প্রত্যক্ষদর্শী সাক্ষীও পাওয়া গেছে।

নাশকতায় জড়িত অন্যান্য দুষ্কৃতিকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর কিছু কতিপয় দুঃষ্কৃতিকারী আনুমানিক মধ্যরাত ৩ টা থেকে ৪ টার মধ্যে গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখরিয়া চিনাই রেল ব্রীজের পাশে রেল লাইন কেটে ফেলে। ফলে মোহনগঞ্জ-ঢাকাগামী “মোহনগঞ্জ এক্সপ্রেস” দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয় এবং ঘটনাস্থলে একজন নিহত ও দশ জন গুরুতর আহত হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ