সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুর উপদজেলার সর্বত্র বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় "মহান বিজয় দিবস।
বাঙালি জাতির শৃঙ্খল ভাঙ্গানোর এ দিনে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে উপজেলা প্রশাসন পর্যন্ত উৎসবে মেতে উঠে। গ্রামীন পল্লী অঞ্চলের একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় এ গিয়ে দেখা গেল নজর-কারা বিজয় দিবস পালনের কর্মসূচী। তবকপুর পর্ব- সরদারপাড়া বে- সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে দিনের প্রথমার্থে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হওয়ার সাথে সাথে গ্রামের অসংখ্য নারী-পুরুষ, শিশু-কিশোরের উপস্থিতি ছিল চোখে পরার মত। খেলা-ধুলা, আনন্দ-উৎসবে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
পরে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলো সভায়, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক নুরুজ্জামান সরকার, বিদ্যালয় ব্যবস্থানা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, মাধ্যমিক শিক্ষক মোঃ আব্দুল মালেক, মোবাশ্বারুল ইসলাম, এ্যাডভাকেট কার্তিক চন্দ্র দাস, মাওলানা মোস্তাফিজার রহমান, লাভলী বেগম, উম্মকাওসার প্রমূখ।