
রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ট্রাক চালককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শনিবার রাতে ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকের চালক মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
শেরেবাংলা নগর থানার অভিসার ইনচার্জ মুঃ আহাদ আলী জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাবার পথে একটি ডাম্প ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ছিটকে পরে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি না থামিয়ে চালক সামনে আগাতে থাকে। এতে মোটরসাইকেলটি ট্রাকটির নিচে চলে যায়। রাস্তায় মোটরসাইকেলের ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল ও পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে ট্রাকটি আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায়।
অভিসার ইনচার্জ মুঃ আহাদ আলী আরো জানান, আহত মোটরসাইকেল চালকের নাম রঞ্জন মজুমদার। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে।
গ্রেফতারকৃত ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।
ডিআই/এসকে