
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন নির্বচনী আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে ৫ হাজার টাকা জড়িমানা করেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসেনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই ভোট চান। এসময় মঞ্চে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, মুক্তিযোদ্ধা মো.জসিম উদ্দিন ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো.মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান লিমা সুলতানা নৌকা প্রতিকের পক্ষে ভোট চান। তাৎক্ষনিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি লিমা সুলতানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও যেন সে এমন আচরণ না করেন সেই বিষয়ে তাকে বলা হয়েছে।