শনিবার ( ১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে মহান বিজয় দিবস কাবাডি বালক-বালিকা প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম সদর উপজেলা এবং বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম পৌরসভা দল। পুরো প্রতিযোগিতায় ভালো খেলে বালকদের মধ্যে থেকে সেরা খোলোয়ার নির্বাচিত হয় শহিদুল হোসেন ও বালিকাদের প্রতিযোগিতায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় অরনিকা।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে খেলা শেষে পুরষ্কার প্রদান করা হয়, দেয়া হয় মেডেল, প্রাইজমানি ও ট্রফি। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী সহ কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সুধীজন ও নাগরিকবৃন্দ।
জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
ডিআই/এসকে