
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে কালেক্টরেট চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
প্রশাসনের শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, আইনজীবী সমিতি, প্রেসক্লাব, জেলা পরিষদ, জেলা জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক সংগঠন।
সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। জাতীয় পতাকা উত্তোলনের পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পিটি ও ডিসপ্লে।